দেখতে চান সেই নেত্রীকে

আমার দেখা সব থেকে বড় মনের মানুষ বাংলাদেশের প্রাইমিনিস্টার শেখ হাসিনা।

বাংলাদেশ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

শিপিং করপোরেশন ৪০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ


বাংলাদেশ শিপিং করপোরেশন শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আটটি পদে ৪০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন/সংস্থাপন/শেয়ার/সেক্রেটারিয়েট/লাইন অ্যান্ড এজেন্সি/চার্টারিং/কার্গো সুপারভিশন/বীমা ও দাবি/হিসাব/নিরীক্ষা/ফাইন্যান্স/নৌ পরিকল্পনা/মার্কেটিং অ্যান্ড রিসার্চ), সহকারী ব্যবস্থাপক (জাহাজ মেরামত/ট্যাংকার/নৌ পরিকল্পনা/নেভিগেশন), সহকারী ব্যবস্থাপক (শপস), সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অ্যাকাউনটেন্ট, অডিটর, উচ্চমান সহকারী ।
যোগ্যতা
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন/সংস্থাপন/শেয়ার/সেক্রেটারিয়েট/লাইন অ্যান্ড এজেন্সি/চার্টারিং/কার্গো সুপারভিশন/বিমা ও দাবি/হিসাব/নিরীক্ষা/ফাইন্যান্স/নৌ পরিকল্পনা/মার্কেটিং অ্যান্ড রিসার্চ)
পদটিতে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (জাহাজ মেরামত/ট্যাংকার/নৌ পরিকল্পনা/নেভিগেশন)
পদটিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (শপস)
পদটিতে এক জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল)
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদটিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
অ্যাকাউনটেন্ট
পদটিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
অডিটর
পদটিতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
উচ্চমান সহকারী
পদটিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে bsc.teletalk.com.bd- এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ৮ ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : www.bsc.gov.bd
Share:

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

JSC/JDC Result সবার আগে বিশেষ পদ্ধতিতে রেজাল্ট পেতে ক্লিক করুন

সবার আগে বিশেষ পদ্ধতিতে রেজাল্ট পেতে ক্লিক করুন -
PSC/EBT Result -

If You Have Any Problem To See Your Result! - [Click Here]

মোবাইলে SMS এর মাধমে ফলাফল: ২৯, ডিসেম্বর প্রকাশিত হচ্ছে জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল - ২০১৬
SMS Method of JSC Result:
JSC<Space>First 3 Letters of Your Board<Space>Roll Number<Space>Passing Year and send SMS 16222

Example: JSC DHA 123456 2016 and send SMS 16222

SMS Method of JDC Result:
JDC<Space>First 3 Letters of Your Board<Space>Roll Number<Space>Passing Year and send SMS 16222

Example: JDC MAD 123456 2016 and send SMS 16222
JSC - Junior School, Junior School Certificate (JSC) 2016 Exam Result, JSC, Result 2016, JSC, JSC Exam 2016, www.educationboardresults.gov.bd, exam result 2016, JSC Junior School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JSC School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JSC School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JSC School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, Junior School Certificate exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam Result.
JDC - Junior Dakhil Certificate (JDC) exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, Junior Dakhil Certificate Exam Madrasah exam Result.
Share:

বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

কালীবাড়ী ট্রাজেডি- মোঃ হাসান তারেক

পিরোজপুর এর প্রাণ কেন্দ্র পুরাতন কাপুড়িয়া পট্টি কালীবাড়ী রোড পিরোজপুর সদর ২৭/১১/২০১৬ তারিখ রাত ১১.৩০ মিনিটে এক অগ্নিকান্ডে প্রায় ১১/১২ টা দোকান পুড়ে ছাই হয়ে যায়। যা সত্যি মর্মান্তিক। আসুন আমরা সবাই তাদের সাহায্যে এগিয়ে আসি। 
-মোঃ হাসান তারেক


Share:

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

গাছের চূড়ায় রেস্তোরাঁ tree up restora


  রাজশাহীতে পদ্মার সেই হাওয়া এখনো বয়। একদিন রবীন্দ্রনাথের বোটে লেগেছিল। এখনো লাগে রাজশাহী জেলা প্রশাসকের বাংলোয়। জেলার বহু পদস্থ কর্মকর্তার বাসভবন রয়েছে তাই পদ্মার ধারেই। হাওয়া এসে তাঁদেরও প্রাণ জুড়িয়ে দিয়ে যায়। তবে এখন সবার আগে সেই প্রাণ–শীতল করা বাতাস এসে লাগছে একটি রেস্তোরাঁয়। কারণ রেস্তোরাঁটি শূন্যের ওপরে, একটি গাছের ডালে। ভক্তরা যেমন প্রসাদ পেতে হাত পেতে থাকে, তেমনি গাছের ডালটি দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে রয়েছে। যেন পদ্মার হাওয়ার জন্যই হাত পেতে রয়েছে। রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় একেবারে পদ্মার পাড়ের একটি পাকুড়গাছের ডালেই এখন চলছে একটি রেস্তোরাঁ।

 

 
গত বছরের ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে এই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেন বিজিবির রাজশাহী সেক্টরের তৎকালীন অধিনায়ক কর্নেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন পিএসসি ও তাঁর স্টাফ অফিসার মেজর আব্দুল হান্নান খান। বিজিবির ৩৭ ব্যাটালিয়ন এখানে সীমান্তে অবকাশ নামে একটি পার্ক তৈরি করেছে। এর ভেতরেই এই রেস্তোরাঁটি চলছে।

 
এক বছরেই এই রেস্তোরাঁ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকেই এই পার্কে তরুণ-তরুণীদের আনাগোনা শুরু হয়। বিকেলের পর থেকে সব বয়সী মানুষের ভিড় বাড়তে থাকে। তবে গাছের ডালের এই রেস্তোরাঁয় বসার কিছু নিয়মকানুন রয়েছে। নিয়মকানুনের তালিকাটি সিঁড়ির কাছে টাঙিয়ে রাখা হয়েছে। কেউ এই রেস্তোরাঁয় ২৫ মিনিটের বেশি সময় বসে থাকতে পারবেন না। একই সঙ্গে দেওয়া রয়েছে রেস্তোরাঁর খাবারের মূল্যতালিকা।
এক বিকেলে রেস্তোরাঁয় দেখা মেলে রাজশাহী কলেজের শিক্ষার্থী রিপন মাহমুদের সঙ্গে। রিপন মাহমুদ বলেন, ‘কখনো মন খারাপ হলে এখানে এসে বসলে মন ভালো হয়ে যায়। পদ্মার নদী থেকে জলে ভেজা শীতল বাতাস এসে গায়ে লাগে। রেস্তোরাঁটিই যেন একটি প্রশস্ত দক্ষিণের জানালা।’
কথা হয় স্কুলশিক্ষিকা দুলারী খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে এই দিকে এলে তারা গাছের ডালের এই রেস্তোরাঁয় না উঠে ছাড়ে না। এমন একটা জায়গা তৈরি করে রেখেছে, বাচ্চারা দেখলেই ওঠার জন্য বায়না ধরে। ওদের জন্য তখন বাড়তি খাবারের বরাদ্দ দিতে হয়।’
সেখানে পাওয়া যায় নগরের কালুমিস্ত্রির মোড়ের বাসিন্দা আরাফাত রুবেল ও তাঁর স্ত্রী আলিয়া রূপিকে। ছেলে রাফসান আরাফাত ও মেয়ে ইবশার আরাফাতকে নিয়ে বেড়াতে এসেছেন এই দম্পতি। আলিয়া রূপি বলেন, ‘এখানে এসে দাঁড়ালেই পদ্মার শীতল হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়। সারা দিনের ক্লান্তি মুছে যায়। কিন্তু ওপরে গাছের ডালের রেস্তোরাঁয় উঠে বসলেই অন্যরকম এক অনুভূতি জাগে। এখান থেকে অনেক দূর পর্যন্ত পদ্মা নদী দেখা যায়। নদীর ওপারে ভারতীয় সীমান্তের অস্পষ্ট গাছপালা চোখে পড়ে। এসব দেখতে দেখতে এক বাটি ফুসকা কখন হাওয়া হয়ে যায় টের পাওয়া যায় না।’

 
বিজিবির ৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদুজ্জামান খান বলেন, ‘আসলে রাজশাহীর মানুষের বেড়ানোর তেমন কোনো জায়গা নেই। তাদের সুস্থ বিনোদনের পিপাসা মেটানোর জন্যই বিজিবি সীমান্তে অবকাশ ও সীমান্তে নোঙর নামে দুটি পার্কের ব্যবস্থা করেছে। এখানে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, সে তুলনায় এখান থেকে খুব সামান্যই আয় হয়।’ তিনি বলেন, ‘গাছের ডালের রেস্তোরাঁ না বলে ট্রি হাউস বললেই ভালো হয়। সেখানে মানুষ গিয়ে বসে। নিচ থেকে তাদের খাবার সরবরাহ করা হয়।’

Share:

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

গাজীপুরে মেধাবীদের আকর্ষণ রানী বিলাসমনি উচ্চ বিদ্যালয়


গাজীপুরে মেধাবীদের আকর্ষণ রানী বিলাসমনি উচ্চ বিদ্যালয়
ইতিহাস আর ঐতিহ্যের বর্ণিল দীপ্তিতে ভাস্বর এককালের ভাওয়াল পরগনাই বর্তমানে গাজীপুর জেলা। তত্কালীন ভাওয়াল পরগনার কেন্দ্রবিন্দু জয়দেবপুর এখন পরিচিত গাজীপুর জেলা সদর হিসেবে। আর এ জেলা সদর ২০১৩ সালে গাজীপুর মহানগরীতে উন্নীত হয়েছে। আর ভাওয়ালের মহিমা ললাটে ধারণ করে গাজীপুর জেলা সদরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

তত্কালীন ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সহধর্মিণী বিদ্যানুরাগী রাণী বিলাসমণি দেবী নিজ উদ্যোগে ১৯০৫ সালের ৯ নভেম্বর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

রাণী বিলাসমণির বাবার বাড়ি ছিল বরিশালের বানারীপাড়ায়। ১৯০১ সালে ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের মৃত্যুর পর রাণী হিসেবে তিনি জমিদারীর কর্তৃত্ব নিজ হাতে তুলে নেন। এ অবস্থায় তিনি একক প্রচেষ্টায় ১৯০৫ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন ছাত্র সংখ্যা ছিল ১৮৮জন এবং শিক্ষক ছিলেন ১২জন। বিদ্যালয়ে তখন প্রধান শিক্ষক ছিলেন বাবু বিনোদ বিহারী বসু। তিনি ১৯০৫ সালের ৯ নভেম্বর থেকে ১৯০৬ সালের ৩১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই সময় ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ও রাণী বিলাসমণি দেবীর ছেলে কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীকে প্রধান করে বিদ্যালয়ের একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়। প্রতিষ্ঠার সময় যে দুটি ভবন নির্মাণ করে পাঠদান শুরু হয় বর্তমানে সে ভবন দুটি ধ্বংস না হলেও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে পরবর্তী সময়ে নির্মিত আরেকটি ভবন ধ্বংস হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ১৯৮৪ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। বিদ্যালয়ের সামনে ছিল বিশাল আকৃতির একটি মাঠ। সরকারিকরণের পর এ মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশে তিনতলা বিশিষ্ট নতুন দুটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে দুই শিফট চালু রয়েছে। দুই শিফটে ছাত্র সংখ্যা ১৮৭৬জন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক একজন থাকলেও দুইজন সহকারী প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। সহকারী শিক্ষক রয়েছেন মোট ৪৯ জন। বর্তমান প্রধান শিক্ষক মাসুদা খানম ২০১৫ সালের ৩ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করেছেন।

প্রথম থেকেই বিদ্যালয়টি ছাত্ররা ভালো ফলাফল অর্জন করে আসছে। সে ধারা এখনো অব্যাহত রয়েছে। ২০১১ ও ২০১৪ সালে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ২০১৪ সালে বিদ্যালয় থেকে এ প্লাস পেয়েছে ২৩৫ জন।

বিদ্যালয়টিতে লেখাপড়া করে পরবর্তী সময়ে যারা স্বনামধন্য হয়ে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের সংখ্যাও অনেক। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন আইসিএস বেনী মাধব, ব্যারিস্টার সুবোধ দত্ত, রায় বাহাদুর সারদাচারণ ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিরিজা শংকর, ড. সুধেন্দু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাস্টিস আব্দুল হাসিব, অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আমীর আহমদ মুস্তফা, প্রাক্তন আইন সচিব মো. আসাদুজ্জামান, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাক্তন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলী, প্রাক্তন মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র অধ্যাপক এমএ মান্নান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান, শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্ষেত্র মোহন দাস, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল ইসলাম ভাওয়াল রত্ন, হূদরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন খান প্রমুখ। গত ২০০৫ সালে বিদ্যালয়টি শতবর্ষ পার করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম জানান, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাব রয়েছে। আধুনিক সুবিধা সম্বলিত মিলনায়তনও নেই। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ নেই। দুটি সহকারী প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। দুইজনের জায়গায় একজন অফিস সহকারী এবং পাঁচজন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যেও রয়েছেন মাত্র তিনজন।

বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র মো. নুরুল ইসলাম ভাওয়াল রত্ন জানান, বিদ্যালয়ের অতীত ঐতিহ্য কালের বিবর্তনে কিছুটা ম্লান হয়েছে। তবে এখনো বিদ্যালয়টিতে সেরা ছাত্ররা পড়ালেখার সুযোগ পাচ্ছে।
সুত্র- দৈনিক ইত্তেফাক
Share:

ফরিদপুরে মধ্যরাতে ‘সংঘর্ষ’, নিহত ২

Image result for মধ্যরাতে ‘সংঘর্ষ’, নিহত ২ফরিদপুরের মধুখালী উপজেলায় ‘সংঘর্ষে’ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য ও ডাকাতদের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মহাসড়কের পাশ থেকে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে  কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।
ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, একটি বিদেশী পিস্তল, কিছুসংখ্যক গুলি ও কয়েকটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
Share:

সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আজ ভোরে দুই বোনের মৃত্যু হয়েছে

 Image result for দুই বোনের মৃত্যু হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আগুনে গুরুতর দগ্ধ হয়েছে একই পরিবারের আরো তিনজন।
আগুনে গুরুতর দগ্ধ তিনজনকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কেয়া রানী (৩৫) ও স্বর্ণা রানী (২০)।
গুরুতর দগ্ধ তিনজন হলেন পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫), তাঁর ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫)। তাঁদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে জনগাঁও গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যেই বাড়ির পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দগ্ধ হয়ে পাঁচজন হতাহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল হক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের সিংহভাগ পুড়ে গেছে।
Share:

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন ২ অক্টোবর করার কথা রয়েছে


ইসির ওয়েবসাইটে দেওয়া স্মার্টকার্ডের প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ অক্টোবর থেকে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে। বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ওই কার্ড দেওয়া হবে বলে ইসির বরাতে জানিয়েছে বাসস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার এম শাহ নেওয়াজ জানান, ইসি স্মার্টকার্ড বিতরণের সময় কার্ডধারীদের- ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।
এ ছাড়া মেশিন রিডেবল এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র নকল না করার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা আছে বলেও জানান ওই কর্মকর্তা।
নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, আগামী ২ অক্টোবর উদ্বোধনের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরে রাজধানী ঢাকার দু’টি সিটি করপোরেশন ও দেশের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রামে বিতরণের কাজ শুরু করা হবে। তারপর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ নাগরিকের মধ্যে প্রথমবারের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক কার্ড ওই পরিচয়পত্র নকল করেছিল। মেশিন রিডেবল স্মার্টকার্ড এই ধরনের জালিয়াতি প্রতিরোধ করবে।
স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ডের মধ্যে কার্ডধারী একজন নাগরিকের সব তথ্য থাকবে। এ ছাড়া কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাবেন।
ইসি সূত্র জানান, স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিনামূল্যে দেওয়া হবে। তবে কার্ডধারীর কার্ড হারানো গেলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তিনি নতুন ভাবে তা সংগ্রহ করতে পারবেন।
Share:

আজ সিরিজ বাঁচাতে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা।

Image result for লড়াইয়ে নামছে বাংলাদেশ
প্রথম ম্যাচে যথেষ্ট কষ্ট করে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে হেরেই বসেছে মাশরাফির দল। সিরিজ বাঁচাতে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।
এর আগে বাংলাদেশ দলে আনা হয়েছে পরিবর্তন। পেসার রুবেল বাদ পড়েছেন। দলে বহু দিন পর ফিরেছেন আরেক রুবেল। তিনি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। স্পেশালিস্ট স্পিনারের অভাব পূরণ করার জন্যই আবার ডাক পেলেন তিনি।
গত বৃহস্পতিবার রুবেল জানালেন, তিনি এ আস্থা কাজে লাগানোর চেষ্টা করবেন। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা করতে চান রুবেল।
মোশাররফ রুবেল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন। তবে প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না।
সিরিজে এমন হতাশাজনক পারফরম্যান্স ভুলে যেতে চান মাশরাফি। আর এ কারণে চাপমুক্ত হয়ে খেলতে চায় বাংলাদেশ। চাপমুক্ত থেকে আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলবে বাংলাদেশ, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া আফগানিস্তানও। দলের অন্যতম ব্যাটসম্যান হাশমতুল্লাহ শাহিদি জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারাটা হবে আফগানিস্তানের ক্রিকেটের সেরা সাফল্য।
গত ডিসেম্বর-জানুয়ারিতে এক সিরিজে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান। এরপর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত সাফল্য আসে স্তানিকজাইয়ের দলের। 
Share:

Bangladesh face Afghanistan in series 3rd international match

 Image result for Bangladesh face Afghanistan in series decider Saturday
Dhaka: Bangladesh will face Afghanistan in the 3rd and last ODI of their first-ever bilateral cricket series at Sher-e-Bangla National Cricket Stadium (SBNCS) in Mirpur on Saturday.
The series decider day-night match will start at 2:30pm. State-run television BTV and satellite channel Gtv will telecast the match live.

Bangladesh took the series lead with a seven run victory in the 1st match on Sunday (September 25) while ICC associate Afghanistan leveled the margin upsetting the Test playing hosts by two wickets on Wednesday (September 28), both held at SBNCS.
Earlier, in their previous two ODI meetings, Bangladesh defeated Afghanistan by 105 runs in the World Cup 2015, but lost by 32 runs in the first instance in Asia Cup in 2014.
Bangladesh brought a change in the in the 14-man squad for the 3rd ODI with the inclusion of Mosharraf Hossain in the place of Rubel Hossain, but it is still uncertain whether he will replace Taijul Islam in the best XI or not.

Bangladesh limited-over captain Mashrafe Bin Mortaza admitted the side is under a bit pressure ahead of the match as the series result tied in 1-1.
‘Pressure is obviously on both sides, this being an international match. It doesn’t come to our mind that they (Afghans) are an Associate nation. In fact, they are a strong team,’ he said.
Mashrafe was speaking at the pre-match press conference at SBNCS on Friday.
If Afghanistan can manage a win that will lead them to series victory, it will be their first against any team ranked higher than Zimbabwe in ODIs.
It is also likely that Imrul Kayes could return to the playing XI replacing out-of-form Soumya Sarkar.

Bangladesh squad (probable): Tamim Iqbal, Imrul Kayes/Soumya Sarkar, Mahmudullah, Mushfiqur Rahim (wk), Shakib Al Hasan, Sabbir Rahman, Mosaddek Hossain, Mashrafe Mortaza (captain), Mosharraf Hossain, Taijul Islam and Taskin Ahmed.
Afghanistan squad (probable): Mohammad Shahzad (wk), Nawroz Mangal, Rahmat Shah, Hashmatullah Shahidi, Asghar Stanikzai (captain), Mohammad Nabi, Najibullah Zadran, Rashid Khan, Mirwais Ashraf, Dawlat Zadran and Naveen-ul-Haque
Share:

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

এনআইডি সংশোধনে যে বিষয় জানা দরকার । এখনই জেজে নিন ফ্রিতে .....................

প্রথমদিকে নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব সম্পর্কে খুব বেশি সচেতন ছিলেন না। কিন্তু দিন দিন নাগরিকদের কাছে এনআইডির গুরুত্ব বাড়ছে। এখন ব্যাংক হিসাব থেকে শুরু করে পাসপোর্ট, জমিজমা বিক্রি করাসহ নানা কাজে এর ব্যবহার হচ্ছে। আর এসব কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের এনআইডিতেই বিভিন্ন তথ্য ভুল রয়েছে, যা সংশোধন করার প্রয়োজন পড়ছে।
এখন এনআইডির সংশোধন নিয়ে একেকজনের মনে একেক ধরনের প্রশ্ন আসে। এনআইডির কোনো তথ্য সংশোধনের জন্য কী করতে হবে এসব প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো—
প্রশ্ন : কার্ডের তথ্য কীভাবে সংশোধন করা যায়?
উত্তর : এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
প্রশ্ন : কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে?
উত্তর : সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।
প্রশ্ন : ভুলক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কী কী সনদ দাখিল করতে হবে?
উত্তর : জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।
প্রশ্ন : ‘আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে’- এ ক্ষেত্রে কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয়ে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।
প্রশ্ন : বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কী?
উত্তর : নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয় বরাবর আবেদন করতে হবে।
প্রশ্ন : বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এখন জাতীয় পরিচয়পত্র থেকে স্বামীর নাম কীভাবে বাদ দিতে হবে?
উত্তর : বিবাহবিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে।
প্রশ্ন : বিবাহবিচ্ছেদের পর নতুন বিবাহ যাঁরা করেছেন, তাঁরা আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কীভাবে সংযুক্ত করবেন?
উত্তর : প্রথম বিবাহবিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ের কাবিননামাসহ সংশোধন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রে লেখা পেশা পরিবর্তন করতে হলে কী করতে হবে?
উত্তর : এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।
প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রের ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কী করতে হবে?
উত্তর : এ ক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
প্রশ্ন : নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সঙ্গে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর : এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকরির প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।
প্রশ্ন : নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সঙ্গে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর : এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, হাকিম আদালতে (ম্যাজিস্ট্রেট কোর্ট) সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন/পৌর বা সিটি করপোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।
প্রশ্ন : পিতা/মাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কী কী সনদ দাখিল করতে হয়?
উত্তর : পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে তাদের মৃত্যুর সনদ দাখিল করতে হবে।
প্রশ্ন : ঠিকানা কীভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?
উত্তর : শুধু আবাসস্থল পরিবর্তনের কারণেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে ফরম নম্বর ১৩-এর মাধ্যমে
আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।
প্রশ্ন : বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্রদের বয়স্কভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না। লোকে যে বলে, জাতীয় পরিচয়পত্রে বয়সটা বাড়ালে ওই সব ভাতা পাওয়া যাবে?
উত্তর : জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতীত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামাণিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশ্ন : একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে, কীভাবে তা সংশোধন করা যায়?
উত্তর : সবার কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।
প্রশ্ন : পাস না করেও অজ্ঞতাবশত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদূর্ধ্ব লিখেছেন, এখন বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কী?
উত্তর : হাকিম আদালতে (ম্যাজিস্ট্রেট কোর্ট) এসএসসি পাস করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।
প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে। এ ভুল কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।
প্রশ্ন : রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কী করতে হয়?
উত্তর : রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক প্রতিবেদন দাখিল করতে হয়।
প্রশ্ন : বয়স/জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কী?
উত্তর : এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদপ্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সব দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
প্রশ্ন : স্বাক্ষর পরিবর্তন কীভাবে করতে হবে?
উত্তর : নতুন স্বাক্ষরের নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।
প্রশ্ন : জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, প্রামাণিক কোনো দলিল নেই, তারপরও কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন : একটি কার্ড কতবার সংশোধন করা যায়?
উত্তর : এক তথ্য শুধু একবার সংশোধন করা যাবে। তবে যুক্তিযুক্ত না হলে সংশোধন হবে না।
Share:

‘এক্সট্রা’ শিল্পীদের জন্য পরীর কোরবানি দেখে নিন বিস্তারিত!!!.....

কোরবানি নিয়ে ব্যস্ততা চলছে ঢালিউডের তারকাদের। এরই মধ্যে অনেকে দেশের বাড়িতে চলে গেছেন, পশু কোরবানি করে পরিচিত আত্মীয়দের নিয়ে আনন্দ করছেন। ব্যতিক্রম নায়িকা পরী মণি। গতকাল নিজে গরুর হাটে গিয়ে কোরবানির পশু কিনলেন। আজ ঈদের দিন সকাল ১০টায় গরু নিয়ে বিএফডিসিতে চলে এলেন। সেখানে যাঁরা ‘এক্সট্রা’ নামে পরিচিত, সেই সহকারী শিল্পীদের সঙ্গে নিয়ে কোরবানি তদারকি করেছেন, বিলিয়েছেন মাংস। পরী মণির এমন ঈদ উদযাপনে খুশি বিএফডিসির অবহেলিত সহকারী শিল্পীরা, যাঁরা চিরকাল ‘অতিরিক্ত’ নামেই পরিচিত।
১৯৭৮ সাল থেকে এফডিসিতে সহশিল্পী হিসেবে কাজ করেন মর্জিনা। মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন খুশিমুখে। এনটিভি অনলাইনকে বললেন, ‘প্রায় ত্রিশ বছর আগে, অভিনেতা রাজীব সাহেব বেঁচে থাকতে কোনো এক সমিতি আমাদের জন্য গরু কোরবানি দিয়েছিল। এরপর আর কেউ আমাদের জন্য কোরবানি দেয়নি। গতকাল শুনলাম নায়িকা পরী মণি আমাদের জন্য কোরবানি দেবেন এফডিসিতে। শুনে প্রথমে বিশ্বাস করিনি। পরে খবর নিয়ে জানলাম সত্যি আমাদের জন্য কোরবানি দিচ্ছেন। অনেক আনন্দ পাচ্ছি। আল্লাহ তাঁকে অনেক বড় করুক।’
এফডিসিতে কোরবানি না হলে কোথা থেকে মাংস পেতেন জানতে চাইলে মর্জিনা বলেন, ‘আমরা এফডিসিতে কাজ করি, টাকা না থাকলেও মান-ইজ্জত আছে। কারো বাসায় গিয়ে মাংস চাইতে পারি না। আশপাশের মানুষ যারা থাকে, তাদের অধিকাংশই কোরবানি দিতে পারে না। তার পরও দিন শেষে দেখা যায় এক-দুই কেজি মাংস আশপাশে থেকে চলে আসে। আর যদি না আসে তা হলে ঢাকার কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যার দিকে টুকাইন্না (সারা দিন বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করা মাংস) মাংস বিক্রি হয় কম দামে। সেখান থেকে রাতে কিনে আনি।’
গরু কোরবানি দেন এফডিসি মসজিদের ইমাম মাওলানা ইসহাক। তিনি বলেন, ‘মসজিদ খালি ফেলে তো আর বাড়ি যেতে পারি না। এ কারণে এখানেই ঈদ করছি। সকালেই আমাকে একজন গিয়ে বলল, কোরবানি দেওয়া লাগবে। প্রথমে বুঝতে পারিনি, পরে এসে দেখলাম একজন নায়িকা দুঃস্থ শিল্পীদের জন্য এই কোরবানি দিচ্ছেন। আমার অনেক ভালো লাগল বাবা। ১৯৬৭ সাল থেকে এখানে কাজ করছি। মনে পড়ে না শেষ কবে এফডিসিতে কোরবানি দিয়েছি। ৩০-৩৫ বছর আগে কে যেন কোরবানি দিয়েছিল মনে নেই।’
নায়িকা পরী মণি বলেন, ‘আমি প্রতিবছরই কোরবানির ঈদ নানুবাড়িতে করি। সেখানে যাঁরা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছেন, তাঁরা আমার জন্য অপেক্ষা করেন। এখন যেহেতু চলচ্চিত্রের অবস্থা ভালো নয়, তাই অনেক শিল্পী-কলাকুশলীর কোরবানি দেওয়ার মতো অবস্থা নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবারের কোরবানির ঈদটা আমি এফডিসিতে করব। যাঁরা কোরবানি দিতে পারেননি, তাঁদের জন্যই এই কোরবানি দেওয়া।’
পরী আরো বলেন, ‘আমি কখনো কোরবানি দেখতে পারতাম না। ভয় করত। আজকেই জীবনের প্রথম কোরবানি দেখলাম। একদমই ভয় করেনি, মনে একধরনের আনন্দ কাজ করছে। এই ঈদটা আমার সার্থক হলো মনে হচ্ছে।’








Share:

অল্পের জন্য বেঁচে গেলেন সাকিব দেখে নিন কিভাবে হলিকপ্টর টি বিদ্ধস্ত হল !!!





কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এর এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ, দুর্ঘটনার কিছুক্ষণ আগে উখিয়ার একটি হোটেলে তাঁকে নামিয়ে দিয়েই ফিরছিল হেলিকপ্টারটি।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। এর আগে সকালে উখিয়ার রয়েল টিউলিপ হোটেলে সাকিব আল হাসানকে পৌঁছে দেয় ব্যক্তিমালিকানাধীন এই বাহনটি। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে কক্সবাজার আসেন সাকিব। তাঁকে নামিয়ে দিয়ে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তাদের নিয়ে ফেরার পথে রেজু খাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহ আলম। তিনি ওই বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া হেলিকপ্টারটির পাইলট শফিকুল ইসলামসহ আহত চারজনকে কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

হেলিকপ্টারটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে পুলিশ, বিজিবি ও দমকল বাহিনী।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি আজ সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার রেজুখাল এলাকার সমুদ্রসৈকত পর্যন্ত পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটিতে একজন পাইলট ও চারজন আরোহী ছিল।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত জানান, পর্যটকবাহী মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি ঢাকা থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কক্সবাজারের উখিয়ার হোটেল রয়েল টিউলিপে গিয়েছিল। হোটেলে সাকিব আল হাসানকে নামিয়ে দিয়ে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে রেজু খাল এলাকায় সমুদ্রসৈকতে বিধ্বস্ত হয়।
আমদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।
Share:

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুস্তাফিজ !! বিস্তারিত দেখুন..........

 দু-একদিনের মধ্যেই শুরু হচ্ছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ মিস করবেন বলে কিছুটা আক্ষেপ ঝরে পড়েছে এই বাঁ-হাতি পেসারের কণ্ঠে।

আর কয়েকদিন বাদেই মাঠে গড়াচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এর পরই আসছে ইংল্যান্ড। চোটের কারেণ ঘরের মাঠে এই দুটি সিরিজের দলে নেই মুস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন, পরে অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন কাটার-মাস্টার।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে মুস্তাফিজ বলেন, ‘এটা ঠিক আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে এই দুটি সিরিজ খুবই মিস করব আমি। অবশ্য জাতীয় দলে যোগ হওয়ার পর থেকেই খেলার মধ্যেই ছিলাম। যখন জাতীয় দলে ছিলাম না, তখন এমন বেকার সময় কাটাতাম।’
ঘরের মাঠে এই দুটি সিরিজে দলে না থাকাটা নিশ্চই কিছুটা কষ্টের। এমন পশ্নের জাবাবে হালের এই বোলিং বিস্ময় বলেন, ‘কষ্ট আর কী? ভালো-খারাপ মিলিয়েই চলছে। তবে বাইরে থেকে সবাই অবশ্য খুব সাপোর্ট দিচ্ছে আমাকে।’

আর পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে মুস্তাফিজ বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আমার আগেরও আছে। এর আগে অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময় চোটে আক্রান্ত হয়ে র্দীর্ঘ সময় পুনর্বাসনে থাকতে হয়েছিল আমাকে। এর সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত।’
গত মাসে ইংল্যান্ডে কাঁধে অস্ত্রোপচারের পর এখন মুস্তাফিজ সুস্থ হয়ে ওঠার পথে। কয়েকদিনের মধ্যে পুনর্বাসন শুরু হচ্ছে তাঁরা। তাই পাঁচ-ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই বাঁ-হাতি পেসারকে।
Share:

ইদের ছুটিতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখলেন মিম !!!


জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঈদের ছুটিতে সপরিবার অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছিলেন গত ৩০ আগস্ট। আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সফর শেষ করে ঢাকায় ফিরবেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন মিম।
Share:

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

ভোলাবাসীর জন্য ঈদুল আজহার উপহার হিসেবে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে গ্লোব ফোয়ারা।!!!


ঈদের দিন মঙ্গলবার বিকেলে ভোলা সরকারি বলিকা বিদ্যালয়ের সামনে এটি চালু করেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, ঈদ উপহার হিসেবে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফোয়ারাটি।
“বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ শেষে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এ ধারণাকে উপজীব্য করে এর নকশা করা হয়েছে।”
তিনি জানান, ফোয়ারার ভেতরে অভিভাবকদের জন্য ওয়েটিং রুম ও টি-স্টল চালু থাকবে। থাকবে দুটি ওয়াশ জোন। ফোয়ারাটির স্থপতি কামরুজ্জামান লিটন।
ভোলা পৌরসভার মেয়র  মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে ও পরিকল্পনায় ১ কোটি ৩৭ লাখ টাকায় ফোয়ারাটি নির্মিত হয়েছে বলে তিনি জানান।
মেয়র হজ শেষে দেশে ফেরার পর ফোয়ারাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।
ফোয়ারাটি পরীক্ষামূলক চালু করার পৌরসভার সহকারী প্রকৌশলী নূর আল আজাদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Share:

‘কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না’


Share:

টাম্পাকোর ধ্বংসস্তূপে আরো লাশ


প্রায় ২৮ ঘণ্টা পর টঙ্গীর টাম্পাকো ফয়েলস ফ্যাক্টরির ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে ফ্যাক্টরিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে আরো লাশ চাপা পড়ে আছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গতকাল বিকালে উদ্ধার অভিযান চালানো হয়। ধ্বংসস্তূপের নীচ থেকে আরো চারটি লাশ উদ্ধার করা হয়।

শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান রিপন দাস (৩২) নামে এক শ্রমিক। এ নিয়ে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৯ জন নিহত হলেন। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে বেঁচে যাওয়া শ্রমিকরা জানিয়েছেন। এখনো ১০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। আগুনের ধোঁয়া, রাসায়নিক উপাদান ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কারখানার অভ্যন্তরে অত্যন্ত সতর্ক অবস্থায় প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করেন। গাজীপুরে সিটি করপোরেশনের ময়লা পরিবহনের ১০টি গাড়ি সেখানে মজুদ করা হয়েছে। এ ছাড়া বুলডোজার ও র্যাকার দিয়ে ধ্বংসস্তূপ থেকে কংক্রিট সরিয়ে ফেলা হচ্ছে। ধ্বংসস্তূপের ভিতর থেকে লাশের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। বিসিকের প্রধান সড়কে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই রাস্তায় ভবনের নীচে পথচারীরা চাপা পড়ে থাকতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

এখনো নিখোঁজ ১০ জন

নিখোঁজদের স্বজনদের আহাজারিতে কারখানার পাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষে নিখোঁজ ১০ জনের নাম তালিকাভূক্ত হয়েছে। এরা হলেন-মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুর থানার উকুলকি গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), গাজীপুর মহানগরীর হিমারদিঘী আমতলী বস্তি হরিজন কলোনির দিলীপ ডোমের ছেলে রাজেশ বাবু (২২), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঝিগারবাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫), একই এলাকার সুলতান গাজীর ছেলে আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুর থানার মেছেরা গ্রামের আব্বাস আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), চাঁদপুরের কচুয়া থানার তেগুরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫), কুমিল্লার মুরাদনগর থানার টনকী গ্রামের তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০) ও ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বাহির নগর গ্রামের মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২২)।

নিখোঁজ সবাই ফ্যাক্টরির শ্রমিক- কর্মচারী। কন্ট্রোলরুমের পাশে নিখোঁজ স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজ নিতে এসে ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন। তারা তাদের প্রিয় স্বজনের সন্ধান চান। এই ১০ জনের পাশাপাশি নিখোঁজের তালিকা বাড়তে পারে।

২৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

আগুন ২৮ ঘণ্টা পর রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিয়ন্ত্রণে এলেও এখনো কারখানার ভবনের ভগ্নাংশের নীচতলা,  চারতলা ও চারতলার ছাদের ওপর নির্মাণ করা কয়েকটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে ধোঁয়া নির্বাপণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চারতলা ভবনের ফ্যাক্টরির চারদিক ধসে গেলেও মাঝখানের অংশ দাঁড়িয়ে আছে। এটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় ডিডি মো. মোজাম্মেল হক জানান। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জহিরুল আমিন মিয়া রবিবার সকালে জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। পুরোপুরি নিভে গেলে ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।

ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস বিরামহীন কাজ করে যাচ্ছে। ভবনের ভাঙা অংশের কারণে পানি সব স্থানে পৌঁছানো যাচ্ছে না। যেখানে পুনরায় আগুন বা ধোঁয়া উঠছে সেখানেই আমরা পানি দিচ্ছি। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। ১০টি পাম্পের সাহায্যে সার্বক্ষণিক পানি ছিটানো হচ্ছে। ইতোমধ্যে একটি পুকুর শুকিয়ে গেছে। আরেকটি পুকুরে পাম্প বসানো হয়েছে। কারখানার ৩টি ভবনই একসঙ্গে ধসে পড়ায় এবং সর্বত্রই কেমিক্যালের ছড়াছড়ির কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। তবে আশপাশের ভবনগুলোকে রক্ষা করতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। যে কোনো মুহূর্তে ভবন দেবে যেতে পারে বা কেমিক্যালের কারণে আরো বিস্ফোরণ ঘটতে পারে। ফলে আমরা সাবধানে পদক্ষেপ নিচ্ছি।

ধ্বংসস্তূপ থেকে চার লাশ উদ্ধার

রবিবার সন্ধ্যা পৌনে ৬ টায় ধ্বংসস্তূপের নীচ থেকে আরো চারজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ইত্তেফাককে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে ধ্বংসস্তূপ সরানো শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর পৌনে ৬টার দিকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা পথচারী নাকি শ্রমিক তাও নিশ্চিত হওয়া যায়নি। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

২৫ লাশ হস্তান্তর

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে ২৫টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন- আনিসুর রহমান, আব্দুল হান্নান, ইদ্রিস আলী, জাহাঙ্গীর আলম, মামুন, রোজিনা, মিজান, সাইদুর রহমান, মাইনুদ্দিন, আল মামুন, হাসান সিদ্দিকি, সোলেমান, এনামুল হক, রাশেদ, শঙ্কর সরকার, গোপাল দাস, রফিকুল ইসলাম, সুভাষ চন্দ্র প্রসাদ, আশিক, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ওয়াহিদুজ্জামান স্বপন, তাহমিনা আক্তার, জুয়েল ও রিপন দাস। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ৯ জন চিকিত্সাধীন রয়েছেন।

দায়ীরা শাস্তি পাবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু রবিবার সকালে কারখানা পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, ঘটনায় যাদেরই গাফিলতি থাকবে তারা যে প্রতিষ্ঠানের বা সংস্থার হোকনা কেন শাস্তি পাবেই। মন্ত্রী বলেন, আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, সমস্ত শিল্পনগরীর কারখানায় এধরনের কোনো লিকেজ আছে কিনা তা খতিয়ে দেখা হোক। বয়লার নষ্ট হওয়ার আশঙ্কা আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ কোনো বয়লার চালু আছে কিনা– থাকলে সেগুলো বন্ধ করতে ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সঠিক তদন্ত চাই : ড. কামাল

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সঠিক তদন্ত চেয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, একজন শ্রমিক বলেছেন যে, বয়লার বিস্ফোরণ হয়েছে আবার বয়লার ইন্সপেক্টর বলেছেন, গ্যাস পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে। তাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা তদন্ত করছে আমি মনে করি যারা আহত ও বেঁচে আছেন তাদের কাছ থেকে তথ্য নিতে হবে। এজন্য মিল মালিকের বক্তব্য নিতে হবে, যারা বয়লার ইন্সপেক্টর তাদের বক্তব্য নিতে হবে, যারা কাছে থেকে দেখেছেন তাদের (শ্রমিকদের) বক্তব্য নিতে হবে।  এ ব্যাপারে আন্তর্জাতিক আইনও রয়েছে, আইএলও’র আইনেরও আমরা সহযোগিতা নেব। এসময় তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি মো. গোলাম কাদের, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভপতি শামীমা নাসরীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনে জাতীয় পার্টির (এরশাদ) নেতৃবৃন্দ

রবিবার সকালে জাতীয় পার্টির (এরশাদ) ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম, গাজীপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আর্মিসহ নেতৃবৃন্দ কারখানার বিধ্বস্ত ভবনটি পরিদর্শন করেন।
Share:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *